বাংলাদেশের গাজিপুরে অবস্থিত র্যানকন অটো ইন্ডাস্ট্রীজ লিমিটেড এ উৎপাদিত হচ্ছে মারসিডিজ-মিতসুবিশিসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ড এর গাড়ি। জানা গেছে যে, গাড়িগুলো জুন মাসেই দেশের বাজারে আসবে এবং আমদানি করা রিকন্ডিশন গাড়ি থেকে ২০ থেকে ৩০ শতাংশ কম মূল্যে ক্রয় করা যাবে। জুনের মধ্যেই বাজারে আসবে র্যানকন উৎপাদিত গাড়ি মিতসুবিশি এক্সপ্যান্ডার। যদিও গাড়ির মূল্য কত হতে পারে তা জানা যায় নাই। র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. বদিউজ্জামান জানিয়েছেন, গাড়ির মুল্য নির্ধারণে কাজ করছে উক্ত প্রতিষ্ঠানটির ফাইনেন্স টিম। মে মাসের শুরুতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধারায় অটোমবাইল প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সেখানে গাড়ির মূল্য ঘোষনা করা হবে বলে জানিয়েছেন র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর নির্বাহী পরিচালক মো. বদিউজ্জামান।
বাংলাদেশের গাজিপুরে অবস্থিত র্যানকন অটো ইন্ডাস্ট্রীজ লিমিটেড এ উৎপাদিত হচ্ছে মারসিডিজ-মিতসুবিশিসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ড এর গাড়ি। জানা গেছে যে, গাড়িগুলো জুন মাসেই দেশের বাজারে আসবে এবং আমদানি করা রিকন্ডিশন গাড়ি থেকে ২০ থেকে ৩০ শতাংশ কম মূল্যে ক্রয় করা যাবে। জুনের মধ্যেই বাজারে আসবে র্যানকন উৎপাদিত গাড়ি মিতসুবিশি এক্সপ্যান্ডার। যদিও গাড়ির মূল্য কত হতে পারে তা জানা যায় নাই। র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নির্বাহী পরিচালক মো. বদিউজ্জামান জানিয়েছেন, গাড়ির মুল্য নির্ধারণে কাজ করছে উক্ত প্রতিষ্ঠানটির ফাইনেন্স টিম। মে মাসের শুরুতে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধারায় অটোমবাইল প্রদর্শনী অনুষ্ঠিত হবে। সেখানে গাড়ির মূল্য ঘোষনা করা হবে বলে জানিয়েছেন র্যানকন অটো ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর নির্বাহী পরিচালক মো. বদিউজ্জামান।
Comments
Post a Comment